Breaking News

স্মার্টফোনের পর টিভি জগতে বিপ্লব ঘটাতে চলেছে OnePlus


স্মার্টফোনের দুনিয়ায় খুবই পরিচিত নাম OnePlus৷ তবে, এবার পরিচিত গণ্ডি পেরিয়ে সাম্রাজ্য বিস্তার করতে চলেছে চিনা সংস্থাটি৷ স্মার্ট টিভি নিয়ে আসছে OnePlus৷ প্রথম স্মার্ট টিভি তৈরির পরিকল্পনাটি ব্লগপোস্টের মাধ্যমে জানায় কর্তৃপক্ষ৷ পোস্টটির তথ্য অনুসারে, OnePlus এর নতুন শাখাটির প্রধান হিসেবে থাকছেন সংস্থার ফাউন্ডার এবং সিইও৷
সংস্থার সিইও জানিয়েছেন , সাধারণ ‘শো’এবং সিনেমাগুলির থেকে অনেক বেশি কিছু নিয়ে আসতে চলেছে এই স্মার্ট টিভি৷ যদিও টিভিটির ডিজাইন এবং দাম সম্পর্কিত কোন তথ্য সামনে আসেনি সংস্থা৷ শুধু তাই নয়, নয়া পদক্ষেপটিকে নিয়ে যথেষ্ট আশাবাদী সংস্থার প্রতিষ্ঠাতা৷ তিনি মনে করছেন, OnePlus এর আগামী পাঁচ বছরের যাত্রায় নয়া উদ্যোগটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷
২০১৩ সালে বাজারে এসেছিল OnePlus৷ এখনও পর্যন্ত সংস্থাযি বাজারে এনেছে ৮ টি মডেল৷ যেগুলি OxygenOS অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল৷ এছাড়া, সেটটিতে গ্রাহকরা পেয়েছেন ওয়ারলেস হেডফোন৷ ফাউণ্ডার জানাচ্ছেন, সারা বিশ্বে প্রায় ৫ মিলিয়নের বেশি ইউজার ব্যবহার করে OnePlus স্মার্টফোন৷ তবে, খুব শীঘ্রই OnePlus 6T নিয়ে আসছে চিনা সংস্থাটি৷ সূত্রের খবর, অক্টোবরে সেটটি (OnePlus 6T) লঞ্চ করার সম্ভাবনা রয়েছে৷

কোন মন্তব্য নেই