অলৌকিক রক্ষা মন্দিরে প্রণামরতা মহিলার, ভিডিও দেখুন
কোথায় বলে রাখে হরি মারে কে ! সেই প্রবাদ ই যেন আবার সত্যি হয়ে প্রমাণিত হলো |
সাঁইবাবার মন্দিরের সামনে প্রণাম সারছিলেন মহিলা। এমন সময়েই এক লরি ব্যাগ গিয়ারে এসে তাঁকে ধাক্কা দেয়। মাটিতে পড়ে যান মহিলা। তার পরেও লরিটি থামেনি। মাটিতে পড়ে থাকা মহিলার উপর দিয়েই চলে যায় লরি। তার পরে যা ঘটে, তা অবিশ্বাস্য।
গুজরাতে ঘটে যাওয়া এই ঘটনার পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৫৩ বছর বয়স্ক এই মহিলার নাম রমিলা সোলাঙ্কি। তিনি সেই সময়ে কাজে যাচ্ছিলেন। সেই সময়েই সাঁইবাবার মন্দিরের সামনে প্রণাম করার জন্য দাড়ান। প্রণামরতা অবস্থাতেই জঞ্জাল তোলা লরিটি তাঁকে চাপা দেয়। তিনি মাটিতে পড়ে যান। তখনও লরিটি থামেনি। তাঁর দেহকে অতিক্রম করে চলে যাওয়ার পরে আশপাশের মানুষ লড়ির চালককে ধরেন। ততক্ষণে মাটি থেকে গা ঝাড়া দিয়ে উঠে পড়েছেন রমিলা। ভিডিও-য় দেখা যায়, তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
Post Comment
কোন মন্তব্য নেই