Breaking News

অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে POCO M3 ,জানা গেলো স্পেসিফিকেশন্স



যদিও ২০২০র নভেম্বরেই ইউরোপে Poco M3 এর  পর্দা উম্নোচন হয়েছিল।  এবার  কাল তাইওয়ানে মার্কেটেও পোকো এই নতুন ব্যাটারী মনস্টার ফোনকে লঞ্চ করলো । তবে ভারতবাসীর জন্য সুখবর শুধু তাইওয়ানএই  নয় Poco M3 ফোনটি ফেব্রুয়ারি তে ভারতে লঞ্চ হতে পারে। এটি একটি বাজেট সেন্ট্রিক স্মার্টফোনে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ভারতে লঞ্চ হতে চলেছে Poco M3


জনপ্রিয় টিপ্সটার মুকুল শর্মা আজ Poco M3 এর কমার্সিয়াল শুটের একটি ছবি টুইট করেছেন, যেখানে একজন ব্যক্তি কে ফোনটির ইয়েলো কালার ভ্যারিয়েন্টকে হাতে ধরে থাকতে দেখা গেছে। এটি একটি স্টোর থেকে তোলা ছবি বলেই মনে হচ্ছে। টিপ্সটার জানিয়েছেন এই ফোনটি শীঘ্রই ভারতে আসবে। যদিও আরেকটি টুইটে তিনি জানিয়েছেন, পোকো এম৩ ফেব্রুয়ারি তে ভারতে লঞ্চ হবে।


Poco M3 এর দাম 


ইউরোপে পোকো এম৩ ফোনটির দাম শুরু হয়েছে ১৪৯ ডলার থেকে, যা প্রায় ১১,০৪১ টাকার সমান। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫২৩ টাকা। 

Poco M3 এর স্পেসিফিকেশন


পোকো এম৩ ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৪০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৩। এই ফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।  অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২। আবার এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসাবে এতে আছে ৮ মেগাপিক্সেল সেন্সর। পাওয়ারের জন্য এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

#bengaliactress #tollywood #tollyplanetbangla #technews #pocoM3

কোন মন্তব্য নেই