এবার শরীরের একটি বিশেষ অংশের বীমা করলেন বিরাট কোহলি


 ভারতীয় দলের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আবার সংবাদ শিরোনামে | তিনি নাকি এবার নিজের দাড়ির বিমা করতে চলেছেন। এই তথ্য সর্বসমক্ষে এনেছেন কোহলিরই এক সহ খেলোয়াড় । তিনি লোকেশ রাহুল। তাঁর এমন দাবি শোনার পরে তো কোহলি-ভক্তরা তো বটেই পুরো দুনিয়াও হতভম্ব।

পুরো ঘটনাটা কী? টুইটারে লোকেশ রাহুল একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে  রাহুল দাবি করেছেন, একটি বীমা সংস্থা বিরাটের দাড়ির মাপ নিয়ে ফেলেছে। রাহুলের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘আমি আগে থেকেই জানতাম, তোমার দাড়ি তুমি ভালবাস। কিন্তু তোমার দাড়ি বিমা করাচ্ছো, এই খবর শোনার পর আমি আরও নিশ্চিত হয়ে গেলাম।’’

সমর্থকরা অবশ্য রসিকতা হিসেবেই পুরো ব্যাপারটাকে নিচ্ছেন।আবার অনেক কোহলি ভক্তরা  মনে করছেন, এটা বিজ্ঞাপনী চমক।

কোন মন্তব্য নেই