Breaking News

ভারতীয় গান গুনগুন করায় পাক মহিলার সঙ্গে কি হল দেখুন


ইসলামাবাদ: ফের ভারতীয় গান করার জন্য শাস্তি পেতে হল এক পাকিস্তানি মহিলাকে৷ পাক পতাকা লাগানো টুপি পরার সময় এক মহিলা ভারতীয় গান গুন গুন করছে দেখে তাকে শাস্তি দিল পাকিস্তানের বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা৷ সোমবার এই ঘটনা ঘটে৷

সূত্রমতে, এই গানের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷ যা সংবাদের শিরোনামেও জায়গা করে নিচ্ছে৷ নিয়মের উল্লঙ্ঘন করায় বছর ২৫-এর এই মহিলার বেতন বৃ্দ্ধি এবং ভাতা বৃদ্ধি দুবছরের জন্য বন্ধ করে দিয়েছে এএসএফ৷

এখানেই শেষ নয়, জানা গিয়েছে, ভবিষ্যতে এমন ভুল আবার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে৷ আধিকারিকরা বিষয়টি স্পষ্ট জানিয়ে দেয় ওই মহিলাকে৷ উল্লেখ্য, ভারতের গুরু রান্ধওয়ার জনপ্রিয় গান গুন গুন করছিল ওই মহিলা৷

এই প্রসঙ্গেই ফের একবার উটে আসে আতিফ আসলামের নামও৷ ভারত-পাকিস্তান লড়াইয়ের মাঝেও আতিফ আসলাম দুই দেশেরই প্রিয়৷ তাঁর গানে দুই দেশের মধ্যে অজান্তে এক সংযোগ তৈরি হয়েছে৷ কিন্তু নিজের দেশেই তোপের মুখে পড়েন আতিফ আসলাম৷ পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতীয় গান গাওয়ার সাহস! এমনই প্রশ্নের মুখে পড়েন তিনি।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠান হয়েছিল৷ সেখানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আতিফ আসলাম৷ নিজের পারফরমেন্সের শেষের দিকে আতিফ তাঁর গাওয়া বলিউডের গান গাইতে শুরু করেন৷ সেই সময় তেমন সমস্যা না হলেও বহু আতিফ-ভক্তরা অনুষ্ঠান ছেড়ে চলে যায়৷ আতিফের এমন আচরণ তাদের মোটেই পছন্দ হয়নি৷ তাদের দাবি, ভারতীয় সঙ্গীত গাওয়ায় আতিফের দেশাত্মবোধ নিয়ে যথেষ্ট সন্দেহ উঠেছে পাকিস্তানিদের মনে৷

কোন মন্তব্য নেই