প্লে-স্টোরে হাজির নতুন ‘আধার অ্যাপ’, আগের থেকে আরো সহজে ঠিকানা চেঞ্জ করুন
প্রায় সবক্ষেত্রেই এখন আধার পরিচয়পত্র হিসেবে অগ্রগণ্য। তাই আধার কার্ড কাছে থাকাটা জরুরি। কিন্তু হার্ড কপি থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল যাতে একটা সফট কপি তৈরি করা সম্ভব হয়, তাতে সবসময় কাছে আধার কার্ড রাখা সম্ভব হবে।
এবার প্লেস্টোরে এসে গেল সেই অ্যাপ। নতুন আধার অ্যাপে আধার সংক্রান্ত সব পরিষেবাই পাওয়া যাবে স্মার্টফোনে।
আধারে থাকা সব ডেটা অর্থাৎ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর থাকবে ওই অ্যাপে। গুগল পে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে অ্যাপটি।
আগে যদি mAadhaar অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে সেটা ডিলিট করে দিতে হবে। বদলে ইনস্টল করতে হবে NewmAadhaar অ্যাপ।
নতুন কী কী সুবিধা থাকবে এতে?
#আপনাকে আর কোথাও আধার কার্ডের হার্ড কপি নিয়ে ঘুরতে হবে না। বদলে mAadhaar অ্যাপ ডাউনলোড করলেই হবে। তাতেই আধার সংক্রান্ত সব সার্ভিস পেতে পারবেন।
#এই অ্যাপের মাধ্যমে আপনার যখন ইচ্ছা আপনার বায়োমেট্রিক ‘লক’ বা ‘আনলক’ করতে পারবেন।
#যদি আপনার মোবাইলে আধার ওটিপি না গিয়ে থাকে, তাহলে Time-based OTP বা TOTP পেতে পারেন, যা ৩০ সেকেন্ড পর্যন্ত বৈধ থাকে।
#আপনার আধার ডিটেলস QR code-এর মাধ্যমে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন। তাতে, ডেটা লিক হওয়ার সম্ভাবনা কমে যাবে।
#আপনি মেসেজ বা ইমেলের মাধ্যমে সরাসরি eKYC পাঠাতে পারবেন।
কোন মন্তব্য নেই