Breaking News

অবিশ্বাস্য কম দামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা , ভারতে লঞ্চ হল Redmi Note 10 Pro


স্মার্টফোনে জগতে আবার সাড়া  ফেলে দিয়েছে xiaomi র সদ্য প্রকাশিত  রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন গুলি। কদিন আগেই  লঞ্চ হল Redmi Note 10 Pro। এই ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা (Samsung ISOCELL GW3) রয়েছে। তবে কেবল ক্যামেরা নয়, রেডমি নোট ১০ প্রো আপনাকে মুগ্ধ করতে একাধিক প্রিমিয়াম ফিচার অফার করবে। যেমন এই ফোনে পাওয়া যাবে, ব্লু লাইট সার্টিফিকেশন সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি। আসুন Redmi Note 10 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম জেনে নিই।


Redmi Note 10 Pro এর দাম

রেডমি নোট ১০ প্রো ভারতে ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এই মূল্য রাখা হয়েছে ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটি আরও দুটি স্টোরেজ সহ এসেছে। যেগুলি হল – ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ স্টোরেজ। এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা। ফোনটি গ্লাসিয়ার ব্লু, ডার্ক নাইট ও ভিনটেজ ব্রোঞ্জ কালারে পাওয়া যাবে।


আগামী ১৭ মার্চ ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব সাইট mi.কম এবং অফলাইনে এই ফোনের বিক্রি শুরু হবে। লঞ্চ অফারের কথা বললে Redmi Note 10 Pro এর ওপর ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং Jio গ্রাহকরা ৩৪৯ টাকা রিচার্জে ১০,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাবেন।

Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএসে চলবে। এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ২০:৯ আসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিটস ব্রাইটনেস, এইচডিআর ১০ ও ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গামুট অফার করবে। ডিসপ্লের প্রটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। আবার এই ডিসপ্লে TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত।


Redmi Note 10 Pro octacore Snapdragon 732 G প্রসেসর সহ এসেছে। সাথে আছে এড্রেনো ৬১৮ জিপিইউ। আবার ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০২০ এমএএইচ ব্যাটারি। আবার এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। 


তবে এই ফোনের আসল হাইলাইট হলো এর শক্তিশালী ক্যামেরা।  Redmi  note  ১০  Pro  ফোনের ব্যাক side এ  চারটি ক্যামেরা বর্তমান। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে আছে ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।


এই ফোনের অন্যান্য ফিচারের কথা বললে, এতে রয়েছে Hi-Res অডিও সহ স্টেরিও স্পিকার, ৩৬০ ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, ইনফ্রারেড (আইআর), এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ১৯২ গ্রাম।



#technews #smartphone #redminote10Pro #xiaomi 


#bengaliactress #tollywood #tollyplanetbangla

কোন মন্তব্য নেই