ফিনফিনে ট্রান্সপারেন্ট শাড়িতে বোল্ড লুকে নববর্ষ উদযাপন মধুমিতার
টলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। বর্তমান টলিউডের একজন হটেস্ট অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সাধারনত হট ওয়েস্টার্ন ড্রেসে দেখা গেলেও এই নববর্ষে নিজের ছবি মুক্তির খুশিতে মধুমিতাকে দেখা গেলো সেক্সি ওয়েস্টার্ন ছেড়ে টকটকে লাল ট্রান্সপারেন্ট শাড়িতে ।
এদিন পরনে তার লাল শাড়ি, ফিনফিনে গোল্ডেন স্লিভলেস ব্লাউস আর তার হাতে লাল চুড়ি। আর এই অসাধারণ সাজেই অভিনেত্রী নববর্ষের উইশ করলেন। ক্যাপশনে তিনি লিখেছেন টু অল দ্য হেটার্স। এই নববর্ষে একদম নিজের ভঙ্গিমায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তা পাঠান।
অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় সাফল্য পান এবং বড় পর্দাতেও নিজের জায়গা করে নেন সেই মানুষ কেন অনুরাগীদের হেটার্স তকমা দেবেন? কেনই বা রেগে আছেন তিনি? প্রসঙ্গত, কিছু দিন যাবৎ মধুমিতা তার ড্রেসিং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন, ক্লিভেজ প্রদর্শন বিতর্কে বহুবার জড়িয়েছেন, এমনকি লাইভ এসে কড়া কথাও শুনিয়ে দিয়েছেন তিনি। আর এবারে একেবারে হেটার্সদের উদ্দেশ্যে লাল শাড়ি পরে নতুন পোস্ট করে তাদের জবাব দেন অভিনেত্রী।
Post Comment
কোন মন্তব্য নেই