Breaking News

এবার ‘চাঁদের পাহাড়’ ছুঁলেন ১৭ বছরের শিবাঙ্গী



সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের শিরোপা আগেই ছিল শিবাঙ্গী পাঠকের। এবার আরও একটা নতুন পালক তাঁর মুকুটে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন হরিয়ানার  ১৭ বছরের শিবাঙ্গী পাঠক।

হরিয়ানার হিসারের বাসিন্দা শিবাঙ্গি। মাত্র তিনদিনেই কিলিমাঞ্জারোর শিখর ছুঁয়ে নয়া নজির গড়েছেন ।

ছেলেবেলা থেকেই অন্যদের থেকে একটু বেশি উচ্চতা ছুঁয়ে দেখার স্বপ্ন ছিল শিবাঙ্গীর।ছোটবেলায়  একটি ভিডিওতে শিবাঙ্গী দেখেছিলেন , অরুণিমা সিনহা মাউন্টেনিয়ারিং- নিয়ে গবেষণা করছেন। আর তা দেখেই অনুপ্রেরণীত হন তিনি । আর অবশ্যই রয়েছে শিবাঙ্গির পরিবারের সমর্থন। প্রত্যেকদিন একটু একটু করে তার স্বপ্নকে সত্যি করার জন্য অনুপ্রেরনা যোগায় তাঁর পরিবার।

এর আগে ১৬ বছর বয়সেই এভারেস্ট জয় করেন শিবাঙ্গি। তাঁর জীবনের লক্ষ্য সপ্তশৃঙ্গ জয় করা। সেই লক্ষ্যের পথেই যাত্রা শুরু করেছিলেন এই ১৭ বছর বয়েসী কন্যা । প্রথম শৃঙ্গ হিসেবে নির্বাচিত ছিল মাউন্ট এভারেস্ট তাও মাত্র ১৬ বছর বয়েসে ।

জহর ইন্সটিটিউট অব মাউন্টেন থেকে পাহাড়ে চড়ার কোর্স করছেন এই পর্বত কন্যা। এছাড়াও কাশ্মীরের দূর্গম হিমবাহে হওয়া ট্রেনিংয়েও অংশগ্রহন করে শিবাঙ্গী । আগামিদিনে অনেক মেয়েরই অনুপ্রেরণা হয়ে উঠবেন শিবাঙ্গী।

কোন মন্তব্য নেই