ক্রোয়েশিয়াকে সমর্থন করে বিপদে পড়লেন কিংবদন্তি! নিজের দেশেই অসন্তোষ
খেলার শুরুতেই ১-০ তে পিছিয়ে পড়েও অনবদ্য ফুটবল খেলে ফাইনালে উঠে পড়েছে ক্রোয়েশিয়া। ফাইনালে এবার তাঁদের সামনে ফ্রান্স।
এই ক্রোয়েশিয়া কে সমর্থন করেই বিপদে পড়লেন আর এক কিংবদন্তি |
তিনি জন্মসূত্রে সার্বিয়ান। অথচ বিশ্বকাপে সমর্থন করছেন প্রতিবেশী দেশ ক্রোয়েশিয়াকে। এমন কারণেই বিতর্কের সামনে পড়তে হল টেনিস জগতের কিংবদন্তি নোভাক জকোভিচকে। বর্তমানে উইম্বলডন খেলতে ব্যস্ত রয়েছেন টেনিস তারকা। তবে গ্র্যান্ড স্ল্যাম খেলার জন্যই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
জকোভিচের দেশ সার্বিয়ার শাসক দলের সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি-র প্রেসিডেন্ট ভ্লাদিমির জুকানোভিচ জকোভিচকে একহাত নিয়ে টুইট করেছেন, ‘‘কেবলমাত্র বোকারাই ক্রোয়েশিয়াকে সমর্থন করে। তুমি কি লজ্জিত নও নোভাক?’’
ঘটনার সূত্রপাত অবশ্য উইম্বলডনের মঞ্চ থেকেই। একটি ইন্টারভিউতে সার্বিয়ান টেনিস তারকা সাংবাদিকদের বলে দিয়েছিলেন, ‘‘আমি ক্রোয়েশিয়াকে সমর্থন করছি। ট্রফি জেতার জন্য এই দলকেই সমর্থন করে চলেছি।’’ তবে এখানেই বিতর্কের শুরু নয়। কয়েক সপ্তাহ আগের ঘটনা। জকোভিচ ক্রোয়েশিয়ার তারকা ফুটবলারদের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। জকোভিচের সঙ্গে দেখা গিয়েছিল ইভান র্যাকিটিচ, লুকা মদ্রিচের মতো বিখ্যাত তারকাদের।
রাশিয়ার সঙ্গে যখন ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল, বেলগ্রেডে সার্বিয়ান সমর্থনরা জড়ো হয়ে সমর্থন করছিল পড়শি দেশকে নয়, রাশিয়াকেই। সার্বিয়ার রাজনীতিবিদ গ্রিসে ছুটি কাটাতে গিয়ে এক ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘যাঁরা বলছেন নোলের জন্যই ক্রোয়েশিয়াকে সমর্থন করা উচিত, নির্বোধের মতো কথা বলছেন। আবারও বলছি, রাশিয়ার বিরুদ্ধে খেলায় যাঁরা্ ক্রোয়েশিয়াকে সমর্থন করেছে তাঁরা প্রত্যেকেই মানসিক রোগী। পাগলা গারদে রাখা উচিত সবাইকে।’’
এখানেই না থেমে, তিনি আরও বলেছেন, ‘‘গোটা দেশের হিরো নোভাক। কিন্তু ক্রোয়েশিয়াকে সমর্থন করার জন্য ওঁর কী লজ্জিত হওয়া উচিত নয়। ক্রাজিনার (ক্রোয়েশিয়ার এক এলাকা যেখানে সার্বরা সংখ্যাগরিষ্ঠ) অনেক সার্বরাও নোভাককে সমর্থন জুগিয়েছিল। যে দেশ থেকে ওঁদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দেশকেই ওঁরা সমর্থন করছে।’’
কোন মন্তব্য নেই