গব্বর ইজ ব্যাক -সত্যিই কি তাই ? ফাঁস হলো গব্বর রহস্য
ছবি: শাহজাহান খুররামের টুইটার।
শোলের গব্বর সিংহ কে চেনে না এমন ভারতীয় বিরল । উপরের এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। আপনিও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দেখে ফেলেছেন। হয়তো ফরোয়ার্ডও করে ফেলেছেন। আমজাদ খানের ‘গব্বর সিং’ লুক সত্যিই ‘হিট’ ইন্টারনেটে।
স্বাভাবিক ভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে, কে এই ছবির গব্বর,যিনি হুবুহ আসল গব্বরের মতো দেখতে ? অনেকেরই দাবি, এই ছবি তোলা হয়েছে কালীঘাটে । কেউ আবার বলছেন দক্ষিণেশ্বরে ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টুইটারের একজন গ্রাহকের দাবি, ওই ছবি এখানকার নয়।শুধু তাই নয় , কেবল এই রাজ্য নয়, এই দেশেরই ছবি নয় এটি। ওই ছবি তোলা হয়েছে করাচির এক সরগরম বাজারে। শাহজাহান খুররাম নামের ওই ব্যক্তি শেয়ার করেছেন ছবিটি। ‘শোলে’ ছবির সেই বিখ্যাত সবুজ কস্টিউম পরিহিত এই হামশকল গব্বর সত্যিই পাকিস্তানের বাসিন্দা কি না, তা অবশ্য নিশ্চিত করে বলা কঠিন। তবে আপাতত এই দাবিই যে প্রবল হয়ে উঠেছে নেটিজেনদের মধ্যে তাতে কোনো সন্দেহ নেই ।This picture of a man in #Karachi bearing a stark resemblance to popular Bollywood villain Gabbar Singh is doing the rounds on social media. pic.twitter.com/CVD1rjfelg— Shahjahan Khurram (@91Shahji) July 31, 2018
প্রসঙ্গত উল্লেখ্য , প্রয়াত আমজাদ খানের জন্মও কিন্তু পাকিস্তানেরই পেশোয়ারে।
কোন মন্তব্য নেই