আবারো চমক জিওর .বিনামূল্যে ১০ জিবি ডেটা
নয়া অফারে গ্রাহকেরা অতিরিক্ত ১০ জিবি করে ডেটা পাবেন।সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে এই ডাটা । এই অফারের নাম দেওয়া হয়েছে Jio Celebration Offer । অফারে পরপর পাঁচদিন ২ জিবি করে মোট ১০ জিবি ডেটা দেওয়া হয় । ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি, এই দুই ধাপে অফার দেওয়া হবে।তবে কোনও গ্রাহক যদি প্রথম ধাপে অফারটি পেয়ে যান, তাহলে তিনি দ্বিতীয় ধাপে অফারটি আর পাবেন না। অর্থাৎ গ্রাহকদের দু’ভাগে ভাগ করে অফারটি দেওয়া হচ্ছে। আরো একটি শর্ত আছে, এই অফার পেতে হলে আপনাকে জিও প্রাইম মেম্বার অবশ্যই হতে হবে । তাহলে আর দেরি না করে,এখনই My jio app চেক করুন আপনি অফারটি পেয়েছেন কিনা । My jio এর মধ্যে My Plans মেনু তে গেলেই দেখতে পাবেন অফার টি আপনার নম্বর এ সক্রিয় রয়েছে কিনা ।
#jio #jiooffer #jiocelebrationpack #free4Gdata
Post Comment
কোন মন্তব্য নেই