সিরিজ জিতে মাঠেই ‘বেবিসিটার ডান্স’ ঋষভের, দেখুন ভিডিয়ো



ব্যাটিং এর সময়  ‘বেবিসিটার’ বলে কম বিদ্রুপ শুনতে হয়নি তাঁকে । নতুন বছরের প্রথম দিন অবশ্য ঋষভ পান্থ তার পাল্টা দিয়েছিলেন  অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনেরই সন্তানকে কোলে নিয়ে ছবি তুলে। আর ঐতিহাসিক টেস্ট জিতে সিডনির মাঠেই ‘বেবিসিটার ডান্স’ দেখালেন ঋষভ পন্থ।র্ডার-গাওস্কর ট্রফির সদ্যসমাপ্ত চতুর্থ টেস্টেই অপরাজিত ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ২১ বছর বয়সী উইকেটরক্ষক। সেই টেস্টের সময়ই তাঁকে নিয়ে গান বেঁধেছিলেন ভারত আর্মির সদস্যরা। সোমবার অস্ট্রেলিয়াতে প্রথম বার ভারত টেস্ট সিরিজ জেতার পরও গ্যালারিতে চলছিল সেই গান। ঋষভকে লক্ষ্য করে তা গাওয়াও হচ্ছিল সজোরে।

আর ভারত আর্মির সেই গান শুনে এগিয়ে এসে নেচেও নিলেন ঋষভ। আর সেই নাচের মধ্যে ছিল দুই হাত জড়ো করে বাচ্চাকে দোলানোর ভঙ্গি। যা চিহ্নিত হচ্ছে  ‘বেবিসিটার ডান্স’ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় নাচের সেই ভঙ্গি রীতিমতো জনপ্রিয়ও হয়ে উঠেছে।


কোন মন্তব্য নেই