Breaking News

পছন্দের চ্যানেল দেখার খরচ বেড়ে গেল, দেখে নিন কোনটায় কত খরচ

প্রতীকী ছবি।

মধ্যবিত্ত ভারতীয় দের জন্য দুঃসংবাদ । ১ জানুয়ারি থেকে বেড়ে যাচ্ছে টিভির খরচ । টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মঙ্গলবার প্রকাশ করল সব পে চ্যানেলের সর্বোচ্চ খুচরো দাম। এই নতুন তালিকা অনুসারেই দিতে হবে প্রতিটি চ্যানেল দেখার খরচ। গ্রাহকরা খরচ দেখে বেছে নিতে পারবেন পছন্দের পে চ্যানেল।

সেই তালিকায় রয়েছে জি, ভায়াকম, স্টারের মতো প্রথম সারির গ্রুপের প্যাকেজও। এক একটি গ্রুপের বিভিন্ন চ্যানেল এক সঙ্গে নিলে তার জন্য কত খরচ হবে সেটাও ঠিক করে দিয়েছে ওই চ্যানেলগুলি।

ট্রাই চায়, গ্রাহকরা শুধু তাদের পছন্দের চ্যানেলের জন্যই খরচ করুন। ট্রাই চাইছে না যে, ডিটিএইচ অপারেটররা নিজেদের পছন্দ মতো চ্যানেল গ্রাহকের উপরে চাপিয়ে দিক।

নতুন যে নিয়ম চালু হচ্ছে তাতে গ্রাহকরা ১০০টি চ্যানেল বাছতে পারবেন। এর মধ্যে দূরদর্শনের ২৬টি চ্যানেল বাধ্যতামূলক। এর জন্য খরচ হবে ১৩০ টাকা ও ১৮ শতাংশ জিএসটি। আরও ২০ টাকা দিয়ে দেখা যাবে ২৫টি ফ্রি টু এয়ার চ্যানেল। দূরদর্শন ছাড়া বাকি সব চ্যানেলই বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে গ্রাহকদের।

রইল সেই তালিকা—






TRAI  guideline document টি দেখুন এখন থেকে 

কোন মন্তব্য নেই