Breaking News

রিকশ চালকের উপরে ঝাঁপ মহিলার, উত্তম মধ্যম মার। দেখুন ভাইরাল ভিডিও


রিকশ চালাচ্ছিলেন তরুণ চালক। যাত্রীর আসনে বসেছিলেন এক তরুণী। যেতে দেরি হচ্ছে দেখে তিনি শাসাতে থাকেন রিকশ চালককে। শেষমেশ তাতেও শান্তি হয়নি। রিকশ থেকে নেমে রীতিমতো মারধর করতে শুরু করে দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুকে। ঘটনা বাংলাদেশের।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই মহিলার নাম সুইটি আখতার শিনু। তিনি আওয়ামি লিগের সদস্য। কেবল সদস্যই নন, তিনি ঢাকার ৭ নম্বর ওয়ার্ডে মহিলা সম্পাদকের পদে আসীন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তারই জেরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। জানানো হয়েছে, এর আগেও ওঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে। এবার তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো।


গত বুধবার ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। মহিলার ওই ধরনের আচরণ নিয়ে সমালোচনায় মুখর হন নেটিজেনরা। 

কোন মন্তব্য নেই